নর্থ বেঙ্গল কিণ্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি, কর্তৃক বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর মেধা বৃত্তি ২০২৩ এ অংশগ্রহণ করে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল ও কানাইঘাট আইডিয়াল স্কুল। এতে উপস্থিত ছিলেন ভ্যানু কানাইঘাট-১৭৭ এর কেন্দ্র সচিব রাজিব দাস ঝলক স্যার, হল সুপার শাহিদুল ইসলাম এবং হল পরিদর্শক নাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট আরো অনেকে। শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বৃত্তি পরিক্ষায় এবং এরকম সুন্দর আয়োজনে অবিভাবকরা ধন্যবাদ জানান বোর্ড সংশ্লিষ্ট সবাইকে।
কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল
কানাইঘাট পৌরসভা, সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবা: ০১৭১২-৩২১৪০৪, ০১৭৯৭-১৬৮১১০
ই-মেইল: kanaighatprecadetschool@gmail.com
ওয়েব: www.kanaighatprecadet.com